সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

‘সুড়ঙ্গ’, নিশো-ফারিয়ায় উত্তাল নেটদুনিয়া

নুসরাত ফারিয়ার এক গানেই ছবির অর্ধেক বাজেট শেষ। আর প্রমাণ মিললো গানের কিছু অংশ মুক্তি পাওয়ার পর। যে কারণে গানটি নিয়ে এত আলোচনা-সমালোচনা। নেট দুনিয়া এই গান নিয়ে ২ ভাবে বিভক্তি। কেউ পক্ষে আবার কেউ কেউ বিপক্ষে। তবে দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার কোমর দুলানির সঙ্গে নেচে উত্তাল নেট দুনিয়া।

দর্শকের প্রতীক্ষার প্রহর শেষ হলো। প্রকাশ পেল আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলা ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’।

সোমবার (১২ জুন) বিকেল ৪টায় ‘চরকি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। যেখানে গানের তালে কোমর দোলাতে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়ক আফরান নিশো।

নুসরাত ফারিয়ার পারফর্মে এই গানটির নাম ‘কলিজা আর জান’। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা।

এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

তিনি জানান,‘এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া বলেন, যতোই যা বলেন, সবার আসল ভালোবাসা কিন্তু ‘টাকা’। তাই সুড়ঙ্গ- এর গান ‘ও টাকা তোর জন্য মন করে আনচান’। নিয়ে হাজির আফরান নিশো-নুসরাত ফারিয়া।

ইতোমধ্যেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে আফরান নিশোর ফার্স্ট লুক।

সোমবার (৫ জুন) প্রকাশ পেয়েছিল ‘সুড়ঙ্গ’ সিনেমায় এই অভিনেতার লুক। এদিন ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির অফিসিয়াল ফোরটেস্ট। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। কখনও ইলেকট্রিশিয়ান, জেলখানার কয়েদি, আবার প্রেমিকরূপে।

এ ছাড়া নিশো বাদেও দেখা মিলেছে অভিনেত্রী তমা মির্জার। অনেকটা অবোলা নারীর চরিত্রে তাকে দেখা গেলেও পূর্বাভাসের শেষটা হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিশ্বাসের শব্দে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে রং বিন্যাসের কাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com