বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
ছিলেন বিমানবালা, এলেন শোবিজে। এরপর কেবলই সাফল্যের গল্প। ‘কাকতাড়ুয়া’ শিরোনামের টিভি ধারাবাহিক নাটক দিয়ে যাত্রা করা দীপা খন্দকার ২৪ বছরের ক্যারিয়ারে কাজ করে আসছেন বিজ্ঞাপন, চলচ্চিত্রসহ শোবিজের সব শাখাতেই। নান্দনিক অভিনয় ও শৈল্পিক গুণের কারণে দর্শকের কাছে আজও সমানভাবে সমাদৃত এ শিল্পী। দীর্ঘদিনের ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন, টেলিছবিসহ সব অঙ্গনেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে হয়েছেন প্রশংসিত। একটা সময় বিটিভির সাপ্তাহিক নাটকের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। তবে ছোটপর্দার এই মিষ্টিমুখ শোবিজে এখন আর আগের মতো নিরবচ্ছিন্ন নন। কাজ করেন সংসারকে আগলে রেখে ধীরে সুস্থে। আসন্ন ঈদে দীপা খন্দকার অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোশান-বুবলী অভিনীত এই ছবিটিতে তিনি একেবারে ভিন্ন লুক এ পর্দায় আসছেন।
এ বিষয়ে অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘ছবিটিতে তো আমি সেই কবে অভিনয় করেছি। তিন বছর ধরেই শুনে আসছি সিনেমাটি মুক্তি পাচ্ছি। শুনতে পাচ্ছি এবার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু আমি এখনো নিশ্চিত নই সিনেমাটি এবারও আদৌ মুক্তি পাবে কিনা এবং কেন এটা মুক্তি পাচ্ছে না এটাও আমি জানি না।