শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
পশ্চিমা বিশ্বের তীব্র বিরোধীতার পর আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। নাটোতে যোগ দেবার জন্য সুইডেন ইতোমধ্যে তার সন্ত্রাসবিরোধী আইন আরও কঠোর করেছে এবং তুরস্কের উদ্বেগ মেটানোর লক্ষ্যে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে।কিন্ত এরপরও আরও সময় নিতে চান তুরস্ক। তাই তুরস্ক এখনি নাটোতে সুইডেন আসুন সেটা চাননা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেওয়ার সুইডেনের আশায় জল ঢাললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের অনুমোদন পেলে আগামী মাসে ন্যাটোতে যোগ দিতে পারত সুইডেন। তবে আপাতত সেটি সম্ভব হচ্ছে না।
জুলাইয়ে পশ্চিমা প্রতিরক্ষা জোটের বৈঠকের আগে সুইডেনকে অনুমোদনের বিষয়টি আবারও অস্বীকার করেছেন এরদোয়ান। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বুধবার সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের অনুমোদনের সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনি। খবর আল জাজিরার