সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ৪ জন আরসা সদস্য আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসার ৪ জন সদস্যকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ।

গত মঙ্গলবার রাত ১১ টার দিকে কুতুপালং ৬ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয় ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ছৈয়দ হারুন উর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৬ এ এলাকায় আরসার কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানের নামেন পুলিশ।

আটকৃত রোহিঙ্গারা হলেন, সলিমুল্লা (২৫) ক্যাম্প ৫, ৬/এ ব্লকের আহমদ এর ছেলে। মো: ইউসুফ (১৮) ক্যাম্প ৫, ৮/এ ব্লকের রহমত উল্লাহ এর ছেলে নুর মমোহাম্মদ ( ২৭) ক্যাম্প ৬, ১১/এ ব্লকের নুরুল ইসলাম এর ছেলে। ও শফিক (১৮) ক্যাম্প ৬, ১/এ ব্লকের মো: সালাম এর ছেলে কে আটক করতে সক্ষম হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com