শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

নতুন গান নিয়ে মুনাইম বিল্লাহ

কণ্ঠশিল্পী মুনাইম বিল্লাহ গান করছেন দীর্ঘদিন থেকে। সম্প্রতি দেশের নাশিদ অঙ্গনের পরিচিত এ শিল্পীর নতুন গান প্রকাশ হয়েছে তারই ইউটিউব চ্যানেল ‘মুনাইম বিল্লাহ অফিসিয়াল’ এ। ‘দাস’ শিরোনামের এই গানটি চিত্রায়িত হয়েছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরে।

‘আমি তোমারি দাস হয়ে আছি উদাস, তোমার দেখা পেতে, আমি তোমার গোলাম, আবারো হলাম তোমার প্রেমে মেতে’- এমনই কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন আবুল আলা মাসুম।

গানটি নিয়ে শিল্পী মুনাইম বলেন, ‘গানটির শিরোনাম কিংবা প্রথম দুই লাইন শুনলে হয়তো অনেকে ভাববেন, এটি কাওয়ালি ধাঁচে তৈরি কোন গান। তবে তা নয়। মূলত বান্দার সাথে আল্লাহর যে নিবিড় সম্পর্ক আছে তা উঠে এসেছে গানটির মাধ্যমে। গানটি গাইতে গিয়ে সম্পূর্ণ নতুনভাবে নিজেকে তৈরী করতে হয়েছে। একটি লম্বা সময় নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। যা এর আগে আমার হয়নি। আমরা জানি জীবন মৃত্যুর চেয়েও অনেক বড় সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব। রুহের জগত থেকে শুরু করে হাজার বছর ধরে মনিবকে দেখার আকুলতা নিয়ে অনন্ত জীবনের পথে আমাদের যাত্রা। দাসত্বের এই সত্যকে গভীর ভাবে উপলব্ধি, মনিবকে দেখার আকুতি নিয়ে মূলত গড়ে উঠেছে আমার এই ‘দাস’ গানটি।’ এটি আমার গানগুলোর মাঝে একটি সোনার পালক। ‘দাস’ সবার হৃদয়কেই নাড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস। গানটিরলিংকঃhttps://www.youtube.com/watch?v=YNR6M5hk23c

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com