শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

২০০তম ম্যাচ গোলে রাঙালেন রোনালদো

পর্তুগালের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার শেষ সময়ের গোলে আইসল্যান্ডের বিপক্ষে জয়ও তুলে নিয়েছে রবের্তো মার্তিনেজের দল।

২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে পর্তুগাল। ৮৯ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রোনালদো। প্রথমে যদিও অফসাইডে বাতিল হয়েছিল গোলটি। তবে পরে ভিএআরের সাহায্যে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা রোনালদোর গোল সংখ্যা এখন রেকর্ড ১২৩টি।

২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলে ২০ বছর পার করে দিলেও এখনও অবিচল তিনি।

স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইট, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলার পর ক্লাব ক্যারিয়ারে তার এখনকার ঠিকানা সৌদি আরবের আল-নাসর। ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন তিনি।

চলতি ইউরো বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা হলো ৫টি। পর্তুগাল এখন পর্যন্ত তাদের চার ম্যাচের সব কটিতে জিতল। ‘জে’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

অন্যদিকে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড আছে পঞ্চম স্থানে। এদিন পর্তুগালের বিপক্ষে শেষ ১০ মিনিট তারা খেলেছে দশ জন নিয়ে। উইলাম থর উইলামসন মাঠ ছেড়েছিলেন দ্বিতীয় হলুদ কার্ড দেখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com