সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
কাঙ্ক্ষিত গোলের দেখা দ্রুতই পেয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু শুরুতে লিড নিয়েও সেনেগালের বিপক্ষে হেরে গেল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়েছে সেনেগাল। দলটির বিপক্ষে দ্বিতীয় দেখাতেই স্মরণীয় জয় তাদের।
ম্যাচটি হয়েছে পর্তুগালের লিসবনে। জোড়া গোল করে সেনেগালের এদিনের জয়ের নায়ক লিভারপুরের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে।
ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার লুকাস পাকেতা ১১তম মিনিটেই এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলকে। এর দশ মিনিট পর ম্যাচে সমতা টানে সেনেগাল। গোল করেন হাবিব দিয়ায়ো। ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে ৫২তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। নিজেদের জালেই বল ঠেলে দেন ব্রাজিলের মার্কিনিয়োস। এর পাঁচ মিনিট পর মানে জাল খুঁজে নিলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।
৫৮তম মিনিটে মার্কিনিয়োস ব্যবধান ৩-২ করলেও যোগ করা সময়ে মানে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন। ফলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দেশ সেনেগাল।
ব্রাজিল ও সেনেগাল প্রথম মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এবার দ্বিতীয় দেখায় জয় তুলে নিল সেনেগাল