শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

ঈদ উৎসবে সাবিলার প্রথম ওয়েব সিরিজ

‘একজনের সাথে জাস্টিস করতে গিয়ে আমি তোমার সাথে ইনজাস্টিস করে ফেলেছি‘- এমন একটি সংলাপ দিয়ে শুরু হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মারকিউলিস’-এর ট্রেইলার।

জয়িতার সাজানো-গোছানো জীবন যেনো হঠাৎ করেই এলোমেলো হয়ে গেলো। তার জীবন অনিশ্চয়তায় পড়ে যখন তার বয়ফ্রেন্ড রবিন নিখোঁজ হয়। রবিনকে খুঁজতে এক অজানা যাত্রায় বের হয় জয়িতা। ঘটনায় জটিল রুপ নেয় যখন মারকিউলিস নামক এক অদৃশ্য কেউ ধর্ষকদের খুন করতে থাকে। বিচারহীনতার সংস্কৃতি, অরাজকতা ও অবিশ্বাস দানা বাঁধে সমাজে। মারকিউলসের একের পর এক খুনে সবার মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। এই জট, রহস্য, গল্পের সব কিছুই জানা যাবে ‘মারকিউলিস’-এ।

আবু শাহেদ ইমনের পরিচালনায় ৮ পর্বের সাসপেন্স-মিস্ট্রি জনরার এই সিরিজটি ঈদে অর্থাৎ চাঁদ রাতেই চরকিতে মুক্তি পাবে। এটি সাবিলা নূরের প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও এখানে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারী প্রমুখ।

সাবিলা নূর বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’

সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে৷ এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ইমন ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসসহ সব কিছু দারুণ ছিল।’

পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’

সিরিজের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জননার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। এমন ভাবে তৈরি করা হয়েছে তারে খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারে।’

মারকিউলিস-এর চিত্রনাট্য লিখেছেন আবু শাহেদ ইমন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। দক্ষতার সাথে সম্পদনার কাজটি করেছে সামির আহমেদ। সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ; ব্যাকগ্রাউন্ড মিউজিক ও মিউজিক করেছেন ইমন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com