বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

বড়াইগ্রামে বাস চাপায় বিসিআইসি সার ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।

জানা যায়, সকালে মোটরসাইলে নিয়ে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আহমেদপুর এলাকায় অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, আবুল হোসেন তালুকদার অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান সার ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর ফলে সার ব্যবসার ক্ষেত্রে একজন দক্ষ মানুষকে হারালো এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com