শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

মায়ামিতে মেসিদের কোচ ‘টাটা’ মার্তিনো

বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্দো ‘টাটা’ মার্তিনোকেই ডাগ আউট সামলানোর দায়িত্ব দিল মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। যে ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। অর্থাৎ গুরু-শিষ্যের পুনর্মিলন হবে ক্লাবটিতে।

এখন চুক্তি সম্পন্ন না হলেও আসছে মৌসুম থেকে মেসি যে মায়ামির হয়ে যাচ্ছেন, এটা এরকম নিশ্চিত। বার্সেলোনার আরেক তারকা জার্সিও বুসকেটসও খেলবেন দলটিতে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ‘টাটা’ মার্তিনোকে কোচের দায়িত্ব দিতে যাচ্ছে মায়ামি। এবার সেটিই সত্যি হলো।

গত ১ ‍জুন মায়ামির কোচের পদ থেকে বরখাস্ত হন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফিল নেভিল। তারই স্থলাভিষিক্ত হবেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন ‘টাটা’ মার্টিনো।

২০২২ কাতার বিশ্বকাপে মার্টিনো মেক্সিকোর ম্যানেজার ছিলেন। কিন্তু দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়েন। এরপর থেকে কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি।

ফিল নেভিল বরখাস্ত হওয়ার পর মায়ামির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন হাভিয়ের মোলালেস।

মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম টাটা মার্তিনোকে নিয়োগের প্রসঙ্গে বলেছেন, ‘টাটা আমাদের খেলায় খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব। ট্র্যাক রেকর্ডই যার হয়ে কথা বলে।’

মেজর লিগ সকারে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে ‘টাটা’ মার্তিনোর। ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত আতালান্তার দায়িত্ব পালন করেন তিনি। তার কোচিংয়ে লিগ শিরোপাও জয় করে দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com