বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
দেশে সিনেমা হলের সংখ্যা তেমন বেশি নয়। দিন দিন কমতে কমতে এখন ১৬০-৬০ এর কোটায় এসে পৌঁছেছে। দিন দিন আর কমার আশঙ্কা করছেন সিমেনার সঙ্গে সংশ্লিষ্টরা। কারণ এর প্রধান কারন হলো হলে গিয়ে সিনেমা দেখার দর্শক কমে যাওয়া। তবে ঈদ উপলক্ষে বেশ জমে উঠে সিনেমা মুক্তির ব্যাপারটি। এ সময় প্রতিযোগিতা শুরু হয় হল পাওয়া নিয়ে। তেব এবারের ঈদের শাকিব খানের প্রিয়তম সবার চেয়ে এগিয়ে। সম্প্রতি চিত্রনায়িকা বুবলি শিকার করেছেন প্রিয়তমা ভালো ব্যবসা করবে।
ঈদে সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড় ও বাড়তি উন্মাদনা। আর হলভর্তি দর্শকের হইহুল্লোড় যেন আরও বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। বৃহস্পতিবার (২৯) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।
চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এতে পর্দায় অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে। প্রায় ৩০টি হলে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। তাঁত ও জামদানির ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। দেশের ১১টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এবার আলোচনায় রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফির পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাই ‘সুড়ঙ্গ’ নিয়ে সাধারণ দর্শকদের একটি আলাদা চাহিদা আছে। এ সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ঈদে দেশে মুক্তির পাশাপাশি পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। সিনেপ্লেক্সসহ আরও ২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
ঈদের সিনেমায় অন্যতম চমক অভিনেতা মাহফুজ আহমেদের ‘ফেরা’। দীর্ঘ আট বছর পর সিনেমায় ফিরলেন এই অভিনেতা। ‘প্রহেলিকা’ সিনেমায় তার বিপরীতে আছেন শবনম বুবলী। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। এ সিনেমাটি আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পাবে সুপারস্টার শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
ঈদে মুক্তি পেল নিরবের ‘ক্যাসিনো’। সিনেমায় তার বিপরীতে রয়েছেন বুবলী। এ ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিনেমাটির প্রযোজক রাজিব সারওয়ার। এ সিনেমাটি ১৬টি হলে মুক্তি পেয়েছে।