সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

রাজকে ছাড়া পরী বেশ ভালোই কাটিয়েছেন ঈদ

এবারের ঈদে চিত্রনায়িকা পরীমণি ও তার সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কোনো ছবি মুক্তি পায়নি। ছবি মুক্তি না পেলেও তারা দুজন আলোচনায় আছেন। সামাজিক মাধ্যমে দুজনই সক্রিয়। বিয়ের পর এবারেই তারা দুজন আলাদা আলাদা ঈদ করছেন। অবশ্য তাদের বিয়ের বয়সও তেমন বেশি নয়। ২-৩ বছর হবে হয়তো।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির দুনিয়া এখন রাজ্যকে ঘিরে। বর্তমানে কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই ছেলের সঙ্গে খুনসুটির নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরী।

বৃহস্পতিবার (২৯ জুন) ছেলে এবং নানা ভাইকে নিয়েই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন এই নায়িকা। এ দিন সকালে নিজের ফেসবুক পেজে রাজ্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরী।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ঈদ মোবারক। এই ছিল আমাদের ঈদের প্রথম প্রহর! আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন পরী।

ওই ভিডিওতে দেখা যায়, দুজনেই ম্যাচিং করে বেগুনী রংয়ের পোশাক পরেছেন। কোরবানির আগে ছেলের সঙ্গে বেশ খুনসুটিতে মেতেছেন পরী। কোরবানির জন্য কেনা পশুগুলোকে আদর বুলিয়ে দিচ্ছেন রাজ্য। ক্যামেরায় বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা দিয়েছেন রাজ্য-পরী। চিত্রনায়িকার পাশাপাশি অন্যরাও বেশ আদর-স্নেহ করছেন রাজ্যকে।

ভিডিওতে আরও দেখা যায়, ঈদের দিন পরীর বাসায় ঈদের বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছিল। ছেলে, অভিনেত্রীর নানা ভাই এবং পরিবারের বাকি সদস্যদের নিয়ে বেশ আনন্দেই কাটিয়েছেন এবারের ঈদ।

প্রসঙ্গত, রাজের সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েনের পর বর্তমানে রাজ্যকে নিয়ে আলাদাই থাকছেন পরীমণি। ২০২২ সালের ২২ জানুয়ারি ভালোবেসে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তারা। একই বছরের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান রাজ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com