সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট থেকে ১০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন পাবেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ জুলাই) রাত ১০ টার দিকে মজুচৌধুরীর হাট কোস্টগার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পাবেল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড ও পুলিশ জানায়, পাবেল, জসিম নামের আরেক মাদক ব্যবসায়ীকে নিয়ে ১০ কেজি গাঁজাসহ জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মোটরসাইকেলে করে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে আসে। এমন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাবেলকে গাঁজাসহ গ্রেপ্তার করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জসিম পালিয়ে যায়।

জব্দকৃত গাঁজাগুলো নৌপথে ভোলার দিকে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী জসিমকেও আসামী করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com