বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

১৫ জুলাই সিলেটে জামায়াতের সমাবেশ

গত ১০ জুন রাজধানীতে সমাবেশ করে জামায়াত। এরপর থেকে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে রাজনীতির অঙ্গনে। সেই উত্তাপের মধ্যে এবার সিলেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। আগামী ১৫ জুলাই জামায়াত সিলেটে সমাবেশ করবে। এর আগে ঢাকা মহানগরি দক্ষিণ শাখার উদ্যোগে গত ১০ জন রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে জামায়াত।

জানা যায়, নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনসভার ঘোষণা দেয় সিলেট মহানগর জামায়াত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশ আগামী ১৫ জুলাই (শনিবার) বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে প্রস্তুতির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার কার্যালয়ে যান।

এসময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমদের সাথে দেখা করে ১৬ জুলাইয়ের শান্তিপূর্ণ সমাবেশ সফলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, নগর জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট আজিম উদ্দিন প্রমূখ।

পুলিশের সঙ্গে সাক্ষাৎ শেষে মহানগর জামায়াত সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সমাবেশের তারিখ ও স্থানের বিষয়ে প্রশাসনকে অবহিত করতে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী শান্তিপূর্ণভাবে ১৫ জুলাই রেজিস্টারি মাঠে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com