শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত আরও ৩৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৯৭৫ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকা মহানগর, ২ জন গাজীপুর, ১ জন নরসিংদী, ৩ জন শেরপুর, ৩ জন কক্সবাজার, ২ জন খাগড়াছড়ি, ১ জন নোয়াখালী, ১ জন সিরাজগঞ্জ, ১ জন বরিশাল এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫ পরীক্ষাগারে ৮৭৪ নমুনা সংগ্রহ ও ৮৭৪ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৮৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com