বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

একদফা দাবিতে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে চায় বিএনপি

২০১৫ সালে হরতাল অবরোধের কঠোর কর্মসূচি ব্যর্থ হওয়ার পর থেকে বিএনপি দুর্বল ধরনের কর্মসূচি পালন করে আসছে। সভা-সমাবেশ ও মানববন্ধনের সাদামাটা কর্মসূচি দিয়ে সরকার পতনের একদফা আন্দোলন সফল হওয়া সম্ভব হবে না এমন বিষয় উপলব্ধি করছে দলটি। সঙ্গত কারণে এবার কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে ভাবছে। তবে এখনই হরতাল-অবরোধ নয়, অবস্থান এবং ঘেরাও কর্মসূচি দেওয়ার আলোচনা শুরু হয়েছে জোরেশোরে। আর চূড়ান্ত আন্দোলন সফলে সাংগঠনিক সব শক্তি কাজে লাগাতে চায় বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, চূড়ান্ত আন্দোলনের কৌশল ঠিক করতে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এসব বৈঠকে আন্দোলনের ধরন, গতি-প্রকৃতির বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। বুধ ও বৃহস্পতিবার জাতীয়তাবাদী সমমনা জোটের ও ১২ দলীয় জোট নেতাদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকে আন্দোলনের ধরনের বিস্তারিত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক সূত্রগুলো জানায়, নিরীহ গোছের আন্দোলন থেকে বেরিয়ে এসে কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে বেশিরভাগ নেতা গুরুত্বারোপ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সফলতার জন্য আন্দোলনের ধরন পরিবর্তন আনার বিষয়ে একমত হন। সে ক্ষেত্রে আপাতত অবস্থান ও ঘেরাও কর্মসূচিতে যাওয়ার বিষয় বিবেচনায় আনা হয়। বিএনপি সূত্রমতে, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে তিনটি বিষয় প্রাধান্য পাচ্ছে দলে। এগুলো হচ্ছে, মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ, মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও তদারকি এবং কূটনৈতিক বিষয় দেখভালের ওপর গুরুত্ব প্রদান করা। তবে আন্তর্জাতিক মহলের চাপ এবং মিত্রদের সমর্থনের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রাজপথের নিজস্ব শক্তি প্রদর্শনের বিষয়টি। এজন্য একজন নেতাকর্মীও যাতে নিষ্ক্রিয় না থাকে সে দিকটা বেশি গুরুত্ব পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com