শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

জনপ্রতিনিধিরা আদর্শ বিবেচিত হলে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী

জনপ্রতিনিধিরা যতটা মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পায় তা অন্য কোনো পেশার মানুষের পক্ষে সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচনের জন্য অথবা মানুষের সেবা করার জন্য হোক, সমাজে জনপ্রতিনিধিদেরকে মানুষের সঙ্গে মিশে থাকতে হয়। মানুষের অভাব-অনটন থেকে শুরু করে দুঃখ-দুর্দশা এবং বিভিন্ন মতবিরোধে বিচার সালিশ করতে হয় জনপ্রতিনিধিদেরকেই। তাই জনপ্রতিনিধিরা যখন সমাজের সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, মানুষ তাদের সকল সমস্যা নির্দ্বিধায় জনপ্রতিনিধিদের বলতে পারে তখন সমাজে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য আয়োজিত “সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ”কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাসিকমেয়র জায়েদা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর ও সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

‘একা স্বার্থপরের মত টিকে থাকার সময় শেষ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, নিজ এলাকা ও দেশের উন্নয়নে সবাইকেই সামগ্রিকভাবে অংশগ্রহণ ও সচেতন হতে হবে। জনগণকে জাগিয়ে তোলা ও সচেতন করার ক্ষেত্রে কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি আপনার এলাকার মানুষের যতটা কাছে যেতে পারবেন তা কোন সরকারি কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com