বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে এবং দেশটির নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে মস্কোর উপকণ্ঠে একটি ও ক্রিমিয়ায় ছয়টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে মস্কোর ইস্ট্রিনস্কি অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করা হয়।
টেলিগ্রামে এক পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন লেখেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ভ‚পাতিত ড্রোনের অংশবিশেষ যেখানে পড়েছে, সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে জরুরি পরিষেবার দল কাজ করছে।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে ক্রিমিয়ার পশ্চিম উপক‚লে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়। আর রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আরও চারটি ড্রোন ক্রিমিয়া উপদ্বীপে শনাক্ত ও ধ্বংস করা হয়।
গত জুলাইয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ঘোষণা দেয় ইউক্রেন। এরপর থেকেই রাশিয়ায় একের পর এক ড্রোন আক্রমণ চালাচ্ছে তারা। শুধু দেশটির সীমান্তবর্তী অঞ্চলেই নয়, খোদ রাজধানী মস্কোতেও ড্রোন হামলা চালানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে যার দূরত্ব অনেক।