বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

বিয়েতে ‘বিশেষ অতিথি’ হয়ে বিপাকে সানি লিওনি!

দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন বলিউডের একাধিক তারকা। এবার ফেঁসে যাচ্ছেন সানি লিওন। একটি বিয়েতে অতিথি হয়ে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সন্দেহের তালিকায় নাম উঠেছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত সৌরভ চন্দ্রশেখরের বিয়েতে অতিথি হয়েছিলেন সানি। ২০০ কোটি বাজেটের সে বিয়েতে অতিথি হওয়াটাই কাল হয়েছে তার জন্য।

অনেকদিন ধরেই ইডির নজরাদারিতে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার টাকার পাহাড়। মুম্বাই, কলকাতা ও ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। শুধু তাই নয়! আরও চাঞ্চল্যকর তথ্য, এই বেটিং অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন।

২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তারা সবাই এবার ইডির নজরে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্করসহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরাত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com