রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছে।এর আগে শারীরিক অবনতির জন্য খালেদাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল। তবে সোমবার ( ১৮ সেপ্টেম্বর) সকালে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকালে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে শারীরিক অবস্থা সম্পর্কে এসব তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, সিসিইউ থেকে ওনাকে কিছুক্ষণ আগে কেবিনে আনা হয়েছে। তবে এতে স্বস্তির কোনো কারণ নেই, এটাকে স্থিতিশীলও বলা যাবে না। তার শারীরিক অবস্থা উঠানামা করছে। শ্বাসকষ্ট হচ্ছে। মাঝরাতে সিসিইউতে নিয়ে অক্সিজেন দিয়ে সেটা সমাধানের চেষ্টা করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশ সম্ভব নয়। এ জন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠান আদালত। পরে একই বছর দুর্নীতির আরেকটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবস্থান এবং দেশ ত্যাগ না করার শর্তে সাময়িকভাবে মুক্তি দেয়