শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা আর্থিক খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক ‘আইটিএম-ফিনটেক সামিট ২০২৩’ আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (আইটিএম) বিভাগ। সম্প্রতি আইটিএম বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত জাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুবুল হক মজুমদার। এছাড়া ছিলেন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ইনফরমেশন টেনকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সাবেক প্রধান ড. ইমরান মাহমুদসহ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।