রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন

১৫ অক্টোবর থেকে তিন মেয়াদের মোবাইল ফোনের ডাটা অফার থাকছে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রাহক স্বার্থ নিশ্চিত করতে আগামী ১৫ অক্টোবর থেকে ৭, ১৫ ও আনলিমিটেড মেয়াদের মোবাইল ফোনের ডাটা অফার থাকছে। গ্রাহকদের তিন দিন মেয়াদের জন্য  মোবাইল অপারেটেরসমূহ যে পরিমাণ ডাটা অফার করে একই পরিমাণ ডাটা তিন দিন মেয়াদের পরিবর্তে সাত দিনের মেয়াদে প্রদান করা হবে। এর ফলে গ্রাহকরা অধিক সময় সীমার মধ্যে ক্রয়কৃত ডাটা খরচ করার সুযোগ পাবেন এবং অব্যবহৃত ডাটা হারানোর সম্ভাবনা নেই।

সেই সাথে ডাটা  বিভ্রান্তি হ্রাসে বিদ্যমান  তিন দিন , সাত দিন, ১৫ দিন ও ৩০ দিনের পরিবর্তে প্যাকেজের মেয়াদ  সাত দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে এবং প্যাকেজের সর্বোচ্চ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ফ্ল্যাক্সিবল প্লানসহ ৪০ টিতে  নির্ধারণ করা হয়েছে  বলে মন্ত্রী উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com