মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

অ্যাপের মাধ্যমে বাজার মনিটরিং করা হবে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভবিষ্যতে অ্যাপের মাধ্যমে বাজার মনিটরিং করা হবে।

তিনি বলেছেন, ‘অ্যানালগ পদ্ধতির মনিটরিং কার্যক্রম থেকে বের হয়ে এসে এবার বাজার মনিটরিং ডিজিটাল অ্যাপের মাধ্যমে করা হবে।’

রবিবার (৩১ মার্চ) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিযান প্রসঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিজি এ কথা জানান।

তিনি বলেন, ‘অ্যানালগ পদ্ধতিতে বাজারে অভিযান পরিচালনা করলে দেখা যায়, একই এলাকায় বারবার অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে আবার এমন অনেক এলাকা আছে যেখানে অভিযান পরিচালনা করা হয়নি। সবকিছু যাতে একটি নিয়মের আওতায় আসে তাই বাজার মনিটরিং অ্যাপভিত্তিক করা হবে।’

এছাড়া অ্যাপভিত্তিক বাজার মনিটরিং ব্যবস্থা চালু হলে স্বচ্ছতা আসবে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘কোথায় কোথায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এর ফলাফল কী সেগুলো অ্যাপে থাকলে মোবাইল কোর্ট নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না।’

তিনি আরও জানান, এখন থেকে সম্মিলিতভাবে ঢাকার রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হবে। ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, বিএসটিআই, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন আলাদাভাবে অভিযান না চালিয়ে সম্মিলিতভাবে অভিযান চালাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com