মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

তুরস্কে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষায়

তুরস্কের স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। রোববার সকালে দেশব্যাপী পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে তা বিকাল ৫টায় শেষ হয়েছে। নির্বাচনে ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার জন্য লড়ছে প্রেসিডেন্ট এরদোয়ানের দল। ইস্তাম্বুলের বর্তমান মেয়র ও এরদোয়ানের দলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগ্লু।

ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ রাখাকে তুরস্কের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিছুদিন আগে এরদোয়ান ঘোষণা দিয়েছিলেন, মার্চের স্থানীয় নির্বাচন হবে তার শেষ নির্বাচন। এরপর আর কোনো নির্বাচনে তিনি অংশ নেবেন না।

এরদোয়ানের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ইস্তাম্বুলের মেয়র পদে জয়ী হতে এবার চেষ্টাটা ভালোভাবেই করবে একে পার্টি।

এরদোয়ান ও তার একে পার্টিকে ২০১৯ সালের ভোটে পরাজিত করেন ইস্তাম্বুলের বর্তমান মেয়র ইমামোগ্লু। এর মাধ্যমে ক্ষমতায় থাকা দুই দশকের সবচেয়ে বড় নির্বাচনী ধাক্কার মুখোমুখি হন এরদোয়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com