বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ইসরাইলি হামলায় আল শিফা হাসপাতালে ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজার আল শিফা হাসপাতালে ১৩ দিনের অবরোধে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে সাধারণ নাগরিক, রোগী, যুদ্ধ-বাস্তুচ্যুত ও স্বাস্থ্যসেবা কর্মীরা রয়েছে।

রোববার (৩০ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩২ হাজার ৭৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৭৫ হাজার ২৯৮ জন আহত হয়েছে।

অপরদিকে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জন। তাদের কয়েক ডজন এখনো হামাসের হাতে বন্দী রয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথমবার আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছিল দখলদার ইসরাইলি সেনারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com