মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো মারকুটে ব্যাটার বাবর আজমকেই আবারও পাকিস্তানে ক্রিকেট দলের নেতৃত্বে ফেরানোর তোড়জোড় চলছে। শেষ পর্যন্ত সেই গুজবই সত্যি হলো। মোহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেটে বোর্ড তাকে আবার দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরমেট থেকেই নেতৃত্ব ছেড়ে দের বাবর আজম। তারপর টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িতত্ব দেয়া হলো পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আর পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় শান মাসুদকে।
পাঁচ মাস যেতে না যেতেই আবারও পাকিস্তান ক্রিকেট দলে পরিবর্তনের ঘোষণা। রোববারই পিসিবি জানায়, বাবর আজমকে ক্রিকেট দলের নেতৃত্বে আবারও ফেরানোর কথা। জানিয়েছে, পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন তিনি। পিসিবি জানায়, এই সিদ্ধান্তে একযোগ সায় দিয়েছে বোর্ডের সবাই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে জানায়, নির্বাচক কমিটির সর্বসম্মত পরামর্শে বাবর আজমকে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। আর, শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ফলে বাবরের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান। টেস্ট অধিনায়ক হিসেবে টিকে গেছেন মাসুদ। এতে করে শাহিন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি অধিনায়কত্বের অধ্যায় শেষ হলো এক সিরিজেই। এমনটা যে ঘটতে যাচ্ছে, তা বোঝা গিয়েছিলো বেশ কিছু দিন আগে থেকেই।
নভেম্বরে আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান দল। পাকিস্তান সুপার লিগে আফ্রিদির নেতৃত্বেই চরমভাবে ব্যর্থ হয় লাহোর কালান্দার্স। এর মধ্যে বোর্ডেও বড় পালাবদল ঘটে যায়। দায়িত্বে আসেন মহসিন নাকভি। ফলে কপাল খুলে যায় বাবর আজমে।