মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

রোজার ঈদে আমার দুই ছবি, কোরবানির ঈদেও দুই ছবি মুক্তি পাবে: রোশান

আসন্ন ঈদুল ফিতরে চিত্রনায়ক জিয়াউল রোশান অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটিজসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’, অন্যটিইকবাল পরিচালিত ‘ডেডবডি’। দুটি ছবি নিয়েই কথা হয় তার সঙ্গে

ঈদে আপনার দুটি ছবি মুক্তি পাচ্ছে বলে আওয়াজ দেওয়া হচ্ছে। সত্যিই কি ছবি দুটি মুক্তি পাবে?

সব ঠিক থাকলে দুটি ছবিই মুক্তি পাবে ইনশাল্লাহ্। দুটি ছবিরইপ্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে মুক্তির বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। মুক্তি উপলক্ষে আজ বিকেলে ‘মায়া: দ্য লাভ’ সিনেমার সংবাদ সম্মেলন হবে। সেখানে ট্রেলার প্রকাশ করা হবে। ঈদে মুক্তি পাবে বলেইছবিটি পুরোপুরি প্রচারণায় নেমেছে। অন্যদিকে ডেডবডি সিনেমাটিও ঈদে মুক্তি নিশ্চিত। এটা প্রচারণায় পিছিয়ে নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com