সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সিলেট ও সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
ঝড়ের মধ্যেই বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা আঘাতে বেশকিছু গাড়ি কাচ ও বাড়ির টিনের ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আঘাত এক জনের মাথা ফেঁটে যাওয়ার খবর পাওয়া গেছে।
রোববার রাত ১০টায় শুরু হয় ঝড়ের তাণ্ডব। এতে সুনামগঞ্জের দুই উপজেলার ২০ গ্রামের দুই শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শান্তিগঞ্জ উপজেলায়। সেখানে গাছপালা ভেঙে পড়ায় অনেক সড়ক বন্ধ রয়েছে। আর খুঁটি ভেঙে পড়া বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালীউল্লাহ জানান, ঝড়ের সময় একটি গাছ সিএনজি অটোরিকশার উপরে ভেঙে পড়লে তিনজন আহত হন।
সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বড় বড় শিলের আঘাতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।