রবিবার, ১৫ Jun ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
ভারতের জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ ও উত্তরপ্রদেশের পাঁচ বারের বিধায়ক মুখতার আনসারির বিতর্কিত মৃত্যুকাণ্ডে আরও রহস্য বাড়াল হৃৎপিণ্ডের একটি ‘হলুদ অংশ’। খাবারে বিষ মিশিয়ে ‘খুন’ করা হয়েছে মুখতার আনসারিকে, যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ তুলেছিল তার পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই আবারও সেই ‘বিষ প্রয়োগ করে খুনের’ তত্ত্ব নিয়ে সরব হল মুখতারের পরিবার।