বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

মানবপাচার রোধে সহযোগিতা বাড়াতে সম্মত ঢাকা-ক্যানবেরা

সমুদ্র নিরাপত্তার পাশাপাশি মানবপাচার প্রতিরোধে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

গতকাল মঙ্গলবার সরকারি পর্যায়ে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও মানবপাচারের ক্ষেত্রে বাস্তবিক অভিন্ন সমাধানের বিষয়ে কাজ করছি। আমরা জানি, কোনো দেশ একা এসব সমস্যা মোকাবেলা করতে পারবে না, এতে দরকার অংশীদারত্ব ও সহযোগিতা। এসব ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা গভীর করতে এবং সহযোগিতা জোরদারে আমরা খুব আগ্রহী, বিশেষ করে আমাদের কোস্ট গার্ডের মধ্যে। খবর বিডিনিউজের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com