মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা ম্যাচেই ফিরছেন তাসকিন সম্ভাবনা ক্ষীণ শরিফুলের

জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটের পরও বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। আশা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন এই পেসার। ডালাসে বাংলাদেশ দলের ফিজিও বায়োজিদুল ইসলামের কথা থেকেই পরিষ্কার, লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তাসকিন। তবে তাসকিন ফিরলেও শঙ্কা আছে শরিফুলকে নিয়ে।
সোমবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পূর্ণ রানআপে বোলিং করার কথা ছিল তাসকিনের। যদিও বৃষ্টি বাধায় সেটা হয়ে ওঠেনি। অগত্যা বাংলাদেশ দলকে যেতে হয় স্টেডিয়াম থেকে প্রায় ৪০ মাইল দূরের মাসট্যাং ক্রিকেট একাডেমির ইনডোরে। ইনডোরে তাসকিন কিছু সময় বোলিং করেছেন। এই পেসারের ফেরা নিয়ে ফিজিও বায়োজিদুল ইসলাম বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। সম্ভাবনা খুব ভালো (শ্রীলঙ্কা ম্যাচে খেলার)। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com