বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

বেনজীর সাম্রাজ্যে আরেকটি পতন, এবার গেলো ডুপ্লেক্স বাড়ি

নারায়ণগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিলাসবহুল একটি ডুপ্লেক্স ভবন জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসক।

শনিবার বিকেল চারটায় জেলার রূপগঞ্জ উপজেলার আনন্দ হাউজিং সোসাইটি এলাকার বাড়িটি জব্দ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষ ২১ দিনের সময় দিয়ে বেনজীর ও তার পরিবারের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করে দুদক। পরপর দুই দফা তলব করলেও বেনজীর ও পরিবারের কেউ দুদক কার্যালয়ে হাজির হয়নি।

এর পরিপ্রেক্ষিতে দুদকের উপ পরিচালক মাইনুল হাসানের নেতৃত্বে তিন সদস্য ও নারায়ণগঞ্জ জেলা প্রশশাসকের এডিসি রাজস্ব শফিকুল আলমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকতা আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারসহ উপজেলা ভূমি অফিস অভিযানে অংশ নেয়। প্রথমে তারা ভবনটি প্রবেশ গেটে সম্পত্তি ক্রোকের একটি সাইবোর্ড সাটিয়ে দেন। পরে পুরো ভবনটি পরিদর্শন করে ভবনটির দুইটি দরজায় সিলগালা করে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com