শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

ব্রেইন স্ট্রোক করে নাফিস ইকবাল হাসপাতালে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন নাফিস। গতকাল সকালে তার শরীরের অবস্থা আরো খারাপ হলে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান নাফিস ব্রেইন স্ট্রোক করেছেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। গতরাতে নাফিসের চাচা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান জানিয়েছেন নাফিসের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আকরাম খান নাফিসের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সবশেষ বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে ছুটিতে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com