বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

এবার রাফীর সিনেমায় টালিউডের জিৎ!

‘তুফান’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করলেন নির্মাতা রায়হান রাফী। তার তৃতীয় সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই। এর আগেই নতুন বার্তা রাফীকে ঘিরে। তার চতুর্থ সিনেমাও যাতে ‘পরান’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর মতো ব্লকবাস্টার হয় সে অংক নাকি তিনি আগাম কষে ফেলেছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রাফীর চতুর্থ সিনেমার নায়ক জিতেন্দ্র মদনানি জিৎ। যিনি জিৎ নামেই ঝড় তোলেন টালিউডে। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে এই নির্মাতার ।

জিৎকে বাংলার সুপারস্টার বলে প্রশংসা করেছেন। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই নাকি ভাল লাগবে রাফীর। টালিউডের আরও অনেককেই তার পছন্দ। তাই এখনই আলাদা করে তিনি কারও নাম বলেননি।

‘তুফান’ সিনেমায় কাজ করতে গিয়ে মিমি চক্রবর্তীকে নির্মাতা রাফী যেভাবে দেখেছেন তা প্রশংসার দ্যুতি ছড়ালেন। তিনি বলেন, ‘মিমি খুব সুন্দরী। একদম মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় কোনও বায়নাক্কা ছিলো না তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com