বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

‘হাড়বুড়ো’ বাইডেনকে নিয়ে উদ্বেগ এখনো কমেনি!

জো বাইডেন কী শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে টিকতে পারবেন? প্রেসিডেন্টিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যত হেরে বসার পর এমন প্রশ্ন প্রতিদিনই জোরালো হয়ে উঠছে। স্বয়ং বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে তার ওপর প্রবল চাপ তৈরি হচ্ছে লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য।

কিন্তু নাছোড়বান্দা হাড়বুড়ো বাইডেন। বারবার বলছেন নির্বাচনী লড়াই থেকে থেকে তিনি সরে দাঁড়াবেন না। কিন্তু তাঁর কথায় চিড়ে ভিজছে না। গত শুক্রবার রাতে জো বাইডেনের এক টিভি সাক্ষাৎকারটি তার দলের নীতিনির্ধারক ও সমর্থকদের বিদ্রোহী মনকে প্রশমিত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে না।

কারণ, শনিবারই মিনেসোটার ডেমোক্র্যাট নেতা অ্যাঞ্জি ক্রেগও নতুন করে বাইডেনবিরোধী মিছিলে সামিল হয়েছেন। লড়াই থেকে বাইডেনের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। তিনি বলেন, এবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে ব্যর্থ হয়েছেন বাইডেন। এখন সর্বশক্তিমানই তাকে সরে দাঁড়াতে রাজি করাতে পারে।

রোববার দুটো নির্বাচনী সভার আগে ডেলওয়ারে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন বাইডেন। তার কাছে স্বস্তির বিষয় একটিই, সেটি হলো ৮১ বছরের প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তি বাড়তে থাকলেই দলের কোনো সিনিয়র সদস্য বাইডেনকে পদত্যাগ করার আহবান জানাননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com