রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফট্যানেন্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।

আজ সোমাবার র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

লেফট্যানেন্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বর্তমানে র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন।

অন্যদিকে বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত হোসেনকে র‌্যাব-৮ এ বদলি করা হয়েছে। তাকে গত এপ্রিলে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এছাড়া র‌্যাব-৪ এর লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর অবস উইংয়ে। লেফট্যানেন্ট কর্নেল কাজী যোবায়ের আলম শোভনকে র‌্যাব-৮ থেকে র‌্যাব-৩ এ, লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবীরকে র‌্যাব-৩ থেকে র‌্যাব-৫ এ বদলি করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। অল্পদিন র‌্যাব-৫ এর দায়িত্ব পাওয়া মুনীমের বেশ কয়েকটি অভিযান প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com