সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

বেনজীরের রূপগঞ্জের বাংলো বাড়িতে তল্লাশি, যা যা মিলল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে ভেতরে যেসব জিনিস পাওয়া গেছে তার তালিকা করেছে জেলা প্রশাসন। প্রায় চার ঘণ্টা তল্লাশি শেষে বাড়ি থেকে বেরিয়ে প্রশাসনিক কর্মকর্তারা গতকাল বুধবার বিকালে সাংবাদিকদের বলেন, এই বাড়িতে বিলাসবহুল তেমন কিছুই তারা পাননি। ভেতরে যেসব জিনিসপত্র ছিল তা সবই ‘লোকাল প্রোডাক্ট’। খবর বিডিনিউজের।

দুপুর ১টায় জেলা প্রশাসক ও দুদকের একটি সমন্বিত টিম বাড়িটিতে প্রবেশ করে। তল্লাশি চলাকালীন এই বাড়িতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। কেউ যাতে বাড়িতে প্রবেশ করতে না পারে সেজন্য বাড়িটির ফটকে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন ছিল। বিকাল ৫টার দিকে তল্লাশি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম বলেন, ‘এটি একটি আবাসিক ভবন। একটা পরিবার থাকলে যে রকম জিনিসপত্র পাওয়া যায়, সেগুলোই আমরা পেয়েছি। রান্নাঘরে চায়ের কাপ, আসবাবপত্র, টিভি, এই ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। এসবের তালিকা আমরা করেছি।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব আসবাবপত্রও সাধারণ মানেরই মনে হয়েছে। সবকিছুই লোকাল প্রোডাক্ট ছিল। টিভি ছিল ওয়ালটনের এবং এসিও ওয়ালটনের ছিল। কিছু শো–পিস, কিছু বইপত্র পেয়েছি, সোফা সেট ছিল।’ সাংবাদিকদের প্রবেশ নিষেধ রাখার বিষয়ে জানতে চাইলে এডিসি শফিকুর বলেন, ‘নির্ভুলভাবে যাতে তথ্যগুলো আমরা কালেক্ট করতে পারি, সেজন্য সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল।’ তবে, এই বাড়িতে থাকা কোনোকিছুই জব্দ করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এগুলো আমরা জব্দ করছি না। আদালতের নির্দেশনা অনুযায়ী এখানে কী কী আছে তার তালিকা আমরা আদালতে পেশ করবো।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com