বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
টানা ছয় দশকের শিল্পীজীবন আবুল হায়াতের। অভিনয়ে, লেখায় এবং নির্মাণে নিজেকে গতিময় রেখেছেন সবসময়। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেও শিল্প–সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। বরং অভিনয়ের জন্য তিনি লোভনীয় সব চাকরি–ক্যারিয়ার ছেড়েছেন। জীবনের শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার সবিস্তারে জানার সুযোগ হবে এক মলাটে। কারণ, এরমধ্যে আবুল হায়াত লেখা শেষ করেছেন নিজের আত্মজীবনী গ্রন্থ। নাম দিয়েছেন ‘রবি পথ’।
নামটি একটু অন্যরকম লাগলেও, সূত্রটি বেশ সরল।