সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ছিল গতকাল বুধবার। ৭০ পেরিয়ে ৭১ বসন্তে পা দিয়েছেন তিনি। বিশেষ এ দিনে দেশের মানুষ ও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন শিল্পী। জন্মদিন উপলক্ষে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিন বলেন, এবারের জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই এবং তিনি বাসাতেই সময় কাটাবেন।
সাবিনা ইয়াসমিন ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশু কণ্ঠশিল্পী হিসেবে গানের মাধ্যমে যাত্রা শুরু করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ছবিতে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর তিনি সংগীতের জগতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন। দেশাত্মবোধক গানেও তার অবদান অসাধারণ।