শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
নিউয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
সংকট মোকাবিলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় ২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
এসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বনেতাদের সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাজনৈতিক সমাধানসহ তিনটি প্রস্তাব দেন তিনি।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘ মহাসচিবকে বৈশ্বিক সম্প্রদায়কে নিয়ে খুব দ্রুত একটি সম্মেলনের আহ্বান জানাচ্ছি। যাতে নতুন করে সৃজনশীল ও কার্যকরী পন্থায় এই সঙ্কটের সমাধান করা যায়।