শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতি নিয়ে যা বললেন নতুন প্রেসিডেন্ট সুবিয়ান্তো

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে শপথ নিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেশ শাসনের দায়ভার গ্রহণ করেছেন তিনি। ফেব্রুয়ারিতে ভোটে বড় ব্যবধানে জয়ী হন সুবিয়ান্তো। খবর- এএফপি।

শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জাকার্তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। এ সময় প্রায় এক লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়, যাদের মধ্যে ছিলেন দাঙ্গা পুলিশ, স্নাইপার ইউনিট ও ড্রোন-বিধ্বংসী ইউনিট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com