সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

মন খারাপে যে ধ্যানে মগ্ন হন, মধ্যরাতে জানালেন ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন তিনি। গান নিয়ে রয়েছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। গেয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে। রাতারাতি সুপার হিট সেই গান। আবারও চমকে দিলেন ফারিণ। তাও আবার ইংরেজিতে! ১৮ অক্টোবর মধ্যরাতের প্রথম প্রহরে সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন একটি সেল্ফমেড ভিডিও। যেখানে দেখা যায় আলো–আঁধারি মেখে বিষণ্ন মুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি। খবর বাংলানিউজের।

এই গানের ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনেকেই তার গায়কীর প্রশংসা করেন। তবে তারচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গানটির সঙ্গে ফারিণের লম্বা বার্তা। জানান দিলেন নিজের ভেতর উপলব্ধির কথা। তাসনিয়া ফারিণ বলেন, গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এই ধরনের ধ্যানে মগ্ন হয়ে যাই।

অভিনেত্রী জানান, সামপ্রতিক সময়ে তার জীবনে অনেক কিছুই ঘটেছে। সেই সব বিশৃঙ্খলার মাঝে তিনি হারিয়ে ফেলেছিলেন তার সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com