শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে জায়গা হয়নি আল হিলাল তারকা নেইমার ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দরিকের।
গত ২১ অক্টোবর দীর্ঘ এক বছর পর ফুটবল মাঠে প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। আল হিলালের জার্সিতে সেই ম্যাচে খেলেছেন মিনিট বিশেক। দল ঘোষণার আগে ক্লাবের জার্সিতে আর কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। এতো কম সময়ে মাঠে খেলা দেখে নেইমারকে দলে নেয়ার ঝুঁকি নেননি ব্রাজিলের কোচ দরিভাল।