সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন

কোচিংয়ে যুক্ত হতে পারেন দি মারিয়া

জাতীয় দলকে বিদায় বলে দেওয়া আনহেল দি মারিয়ার দুই দশকের ফুটবল ক্যারিয়ার নিশ্চিতভাবেই শেষের দিকে। বুট জোড়া তুলে রাখার পর কী করবেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড? এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ নিয়ে নিজেই আভাস দিয়েছেন তিনি। বললেন, যুক্ত হতে পারেন কোচিংয়ে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন দি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে গত জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজিতে খেলা দি মারিয়া এই বছরও ছন্দে আছেন। বেনফিকার হয়ে ১৪ ম্যাচে পাঁচ গোল করেছেন, অবদান রেখেছেন দুটিতে। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪–০ গোলের জয়েও তিনি পান জালের দেখা। তবে শেষের ধ্বনি গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছে তার কণ্ঠে। সোমবার এক সাক্ষাৎকারে বললেন নিজের ভবিষ্যৎ নিয়ে। ‘কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি।

কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি (সময় ও শ্রম) নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন।’ ইতালির দল জুভেন্টাস থেকে গত বছর বেনফিকায় যোগ দেন দি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। আপাতত এই পর্যন্তই ভাবছেন দি মারিয়া। ‘যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে চোখ দেওয়া) সম্ভব হতে পারে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com