মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা বেশ কয়েকটি গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেফতার থাকায় তার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গ্রেফতার হওয়া মাত্র তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওইদিন তদন্ত রিপোর্ট এবং গ্রেফতার সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।