মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

পানামা খাল, গ্রিনল্যান্ড পেতে সামরিক শক্তি ব্যবহার করতে পারেন ট্রাম্প

 

 

 

 

 

 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে সামরিক বা অর্থনৈতিক বল প্রয়োগের সম্ভাবনা নাকচ করেননি। ৫ নভেম্বরের নির্বাচনে জয় পাওয়ার পর থেকে ট্রাম্প একটি বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য প্রচার করা শুরু করেছেন। পানামা খাল ও গ্রিনল্যান্ডের অধিগ্রহণের আকাঙ্ক্ষা এই প্রচারের অংশ। খবর বিডিনিউজের।

 

মঙ্গলবার ফ্লোরিডায় ট্রাম্পের মার–এ–লাগো এস্টেটে এক বিস্তৃত সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ও পানামার পানামা খাল অধিগ্রহণ করতে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের সম্ভাবনা বাতিল করে বিশ্বকে আশ্বস্ত করতে চান কিনা।

 

উত্তরে তিনি বলেন, না, আমি আপনাকে এই দুটির একটির ক্ষেত্রেও আশ্বস্ত করতে পারি না। কিন্তু আমি এটি বলতে পারি, অর্থনৈতিক নিরাপত্তার জন্য এগুলো আমাদের দরকার। ডেনমার্ক এবং পানামা, উভয়েই তাদের কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মিত্র দেশগুলোর কাছ থেকে অনেক বেশি প্রতিরক্ষা ব্যয় দাবি করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি মেক্সিকো উপসাগরের নাম পাল্টে আমেরিকা উপসাগর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com