মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

শেষ দিনে খুলনার সামনে কঠিন চ্যালেঞ্জ

 

 

শেষ দিনে খুলনার সামনে কঠিন চ্যালেঞ্জ

বিপিএলের লিগ পর্ব শেষ হচ্ছে আজ

 

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

 

 

২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরুর হওয়া বিপিএলের দীর্ঘ জার্নি শেষে আজ শেষ হবে লিগ পর্ব। ঢাকা, সিলেট আর ঢাকা ঘুরে আজ শেষ হবে লিগ পর্বের উত্তেজনা। আর বিপিএলের এই লিগ পর্বেল শেষ দিনেও বজায় রয়েছে উত্তেজনা। কারণ এরই মধ্যে তিনটি দল প্লে অফ পর্ব নিশ্চিত করে ফেললেও একটি দল এখনো বাকি। আর সে স্থানটির জন্য লড়াই চলছে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের মধ্যে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিগ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে যদি খুলনা টাইগার্স জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ১২ ম্যাচে ১২। এরই মধ্যে লিগ পর্বের ম্যাচ শেষ করা দুর্বার রাজশাহীর পয়েন্টও ১২ ম্যাচে ১২। তবে সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকায় প্লে অফে জায়গা করে নেবে খুলনা টাইগার্স। বর্তমানে খুলনা টাইগার্সের রান রেট ০.০৪০। আর দুর্বার রাজশাহীর রান রেট –১.০৩০। খুলনা জিতলে রান রেট আরো বাড়বে। ফলে তারা চলে যাবে প্লে অফে। অপরদিকে এই ম্যাচে যদি খুলনা টাইগার্স হারে তাহলে দুর্বার রাজশাহী চলে যাবে প্লে অফে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com