মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশন খাল সংস্কার কাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। উদ্বোধন করতে তিন উপদেষ্টা যে পথে যান, সেখানে বিছানো ছিল লালগালিচা (কার্পেট)। ওই গালিচা বিছানো পথে হেঁটে আজ রোববার সকালে তারা বাউনিয়া খালের খননকাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেছেন।
এ নিয়ে তুমুল সমালোচনার মুখে ঘটনার ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এবার এ ঘটনা নিয়ে মুখ খুললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ উত্তর সিটি করপোরেশনের প্রেসনোটটি প্রকাশ করেন। এতে একটি ক্যাপশনও জুড়ে দেন তিনি।