রবিবার, ১৫ Jun ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
গাজায় আটক এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। একইসঙ্গে তারা জানিয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছেন।
রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি জানায়, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক ২১ বছর বয়সী ইডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির প্রচেষ্টা এবং মানবিক ও ত্রাণ সহায়তার দ্বার ফের খুলবে এমন প্রত্যাশায় এ ঘোষণা দিয়েছেন তারা।’
ইসরাইলি সেনা আলেকজান্ডারের পরিবার জানায়, তাদের জানা হয়েছে, “আগামী কিছু দিনের মধ্যে” মুক্তি পেতে পারেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে একে “ঐতিহাসিক খবর” বলে আখ্যা দেন। এটি “সৎ প্রচেষ্টার লক্ষণ” বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, “আশা করি, নির্মম যুদ্ধ অবসানে এটিই প্রয়োজনীয় ও চূড়ান্ত পদক্ষেপগুলোর শুরু।”