রবিবার, ১৫ Jun ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কী? এর সরাসরি কোনো জবাব না দিয়ে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, এগুলো নিয়ে যদি কোনও মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে ।
রোববার সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলনে প্রশ্নটি করা হয় ‘দ্য হিন্দু’ পত্রিকার পক্ষ থেকে।
জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, “আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন। দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে (‘কম্ব্যাট সিচুয়েশনে’) আছি। আর ক্ষয়ক্ষতি যে কোনও কম্ব্যাটেরই অংশ।”
“আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত, তা হল আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল, সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো বিরাট হ্যাঁ – আর তার পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই রয়েছে!”